বাহিরের দেশ ডেস্ক: শ্রীলঙ্কায় জ্বালানি কেনার লাইনে দাঁড়িয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দীর্ঘ লাইনে অপেক্ষারত অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেন তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। নিউজ এইটিন ও কলম্বো গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগেও দেশটিতে জ্বালানি কেনায় লাইনে দাঁড়িয়ে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।
গতকাল শুক্রবার কিনিয়াতে ৫৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেখানে একটি ফিলিং স্টেশনে ওই ব্যক্তি দুই রাত ধরে মোটরসাইকেল রেখেছিলেন। মারা অপর ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি মাথুগামা নামের একটি এলাকার ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষারত ব্যক্তিদের লাইনে দাঁড়িয়েছিলেন।
রিজার্ভ সঙ্কটের কারণে খাদ্য, জ্বালানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। এরফলে দেশটিতে এসব পণ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি দেশটির রাজনৈতিক অঙ্গনেও চলছে অস্থিরতা। রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের প্রচেষ্টার অংশ হিসেবে দীনেশ গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।