নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ফেনী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ফেনী-২ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং দেড় যুগেরও বেশী সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র জানান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী ছিলেন একজন অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত জনপ্রিয় নেতা হিসেবে তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন বলেই জনগণ তাঁকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পরপর তিনবার একই আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। তিনি ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষতার সাথে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসেবায় তাঁর যে অনন্য অবদান তা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তাঁকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।
ডিএনসিসি মেয়র মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।