সংবাদদাতা, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় খোকন চন্দ্র শীল (৬৫) নিহত হয়েছেন। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটে হামলার ঘটনা। গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, খোকনের সঙ্গে পুকুর নিয়ে বিরোধ চলছিল চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীলের। শনিবার রাতে প্রতিপক্ষরা পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। বাঁধা দিলে চাচাতো ভাই সঞ্জয় ও তাঁর স্ত্রী লিপি লোকজন নিয়ে খোকন ও তাঁর ছেলে সঞ্জিবকে মারধর করে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকন চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।