প্রতিনিধি, বেনাপোল: যশোরের ঝিকরগাছার শংঙ্করপুর ইউনিয়নের বাকুড়া গ্রামে সাইফুল ইসলামের দাদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রেজিষ্ট্রি অফিসে নিয়ে জমি লেখে নেয়। বাকুড়া পাকা রাস্থার সাথে ২৭ শতাংশ বসতভিটা লেখে নেওয়ার অভিযোগ করেছে।
বুধবার(১০)মার্চ সকালে এ অভিযোগ করেন। শংঙ্কপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড এর ১৫১ মৌজার ৭৪৫ নং খতিয়ান দাগে ২৭ শতক জমি ২০২০ সালে, বাংলা ১৪২৭ সনের আশ্বিন মাসে প্রতারনা করে লিখে নেয়। সাইফুল ইসলামের, মা মারা যাওয়ার পর থেকে দাদি তাকে লালনপালন করে বড়ো করে তোলায় সে তাঁর দাদির সাথে বসবাস করতো ভালবসার সুযোগে নিয়ে ধুত্র সাইফুল লিখে নেয়।
তার বাবা জামাত আলী বলেন আমার ভাই এরা সবাই বাড়িতে না থাকায় আমার বোন মৃত্যু বরণ করলে মা পাগলের মতো আচরণ করতো আমার ছেলে সাইফুল সেই সুযোগে জমি ভিটা বাড়ির জমি গোপনে লিখে নিয়েছে। জমি দেখতে ক্রেতা আসলে বিষয়টা সম্পর্কে জানতে পারি আমি বা ভাই বোন সবাই, মাঝে কাঁদতে কাঁদতে জানায় জমি সাইফুল আমাকে স্কুল মাঠে ডেকে মাইক্রোবাসের দরজা খুলে ধাক্কাদিয়ে গাড়িতে তুলে নিয়ে মারধর করে জমি লিখে নিয়েছে।
এ ঘটনায় রশিদা বেগম (৬৫) বলেন আমার স্বামী নুর আলী সর্দার অন্ধ হাওয়াতে ও ছেলের বাড়িতে না থাকায় যশোরে ডাঃ কাছে নেওয়ার কথা বলে প্রথমে ৮ শতাংশ কয়েক দিন পারে ফেরত দেবে বলে লিখে নেয়। পরে আবার ১৯ শতাংশ নেই। পরে ছেলেরা বাড়িতে ফিরে জমি লিখে নেওয়ার কথা শোনার পরে ছেলেরা মাকে সাইফুল এর নিকট পাঠালে জমি ফেরত চাইলে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এ ঘটনায় এলেকায় চাপাখোভ বিরাজ করছে। ধুত্র সাইফুল তাঁর দাদির প্রাণ কেড়ে নিতে পারে বলে সন্তানেরা আশংকা করছেন।
এবিষয়ে সাইফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।সে বাকুড়া কলেজে দপ্তরের কাজে কর্মরত আছে।