জাহিদুল ইসলাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল) ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৯ ভোট। এছাড়া মিজানুর রহমান মাসুম (মোবাইল) ৩৬৬০ ভোট ও ইশা আন্দোলনের মাওলানা সিরাজুল ইসলাম হাতপাখার প্রার্থী পেয়েছে ৯০৪ ভোট । জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসার জানান, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রবিবার দুপুর থেকে মুষলধারে বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। এখানে ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষনিক তদারকি করেন।
উল্লেখ্য প্রায় সাড়ে ১১ বছর পর চলতি বছরের গত ১৫ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের উপর হামলার অভিযোগে নৌকা প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। দীর্ঘ আইনী জটিলতা কাটিয়ে শেষে উচ্চ আদালত দ্রæত নির্বাচন করার নির্দেশ দিলে নির্বাচন কমিশন ১১ সেপ্টম্বর ভোট গ্রহনের দিন ধার্য্য করে। নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়রপদে প্রতিদ্ব›িদ্বতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী ছাড়াও সাধরণ কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেন।
এই পৌরসভায় ২০১১ সালে সর্বশেষ ভোট গ্রহন হয়।
এদিকে নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে টিপু সুলতান, ২নং ওয়ার্ড আবু বক্কর, ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন জোয়ার্দ্দার লাড্ডু মিয়া, ৪নং ওয়ার্ডে কায়সার হামিদ, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭নং মহি উদ্দীন, ৮নং ওয়ার্ডে সাদেক আলী এবং ০৯নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।