300X70
সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিজল মেয়র নির্বাচিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১২, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

জাহিদুল ইসলাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল) ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৯ ভোট। এছাড়া মিজানুর রহমান মাসুম (মোবাইল) ৩৬৬০ ভোট ও ইশা আন্দোলনের মাওলানা সিরাজুল ইসলাম হাতপাখার প্রার্থী পেয়েছে ৯০৪ ভোট । জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসার জানান, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রবিবার দুপুর থেকে মুষলধারে বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। এখানে ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র‌্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষনিক তদারকি করেন।
উল্লেখ্য প্রায় সাড়ে ১১ বছর পর চলতি বছরের গত ১৫ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের উপর হামলার অভিযোগে নৌকা প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। দীর্ঘ আইনী জটিলতা কাটিয়ে শেষে উচ্চ আদালত দ্রæত নির্বাচন করার নির্দেশ দিলে নির্বাচন কমিশন ১১ সেপ্টম্বর ভোট গ্রহনের দিন ধার্য্য করে। নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়রপদে প্রতিদ্ব›িদ্বতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী ছাড়াও সাধরণ কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেন।
এই পৌরসভায় ২০১১ সালে সর্বশেষ ভোট গ্রহন হয়।
এদিকে নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে টিপু সুলতান, ২নং ওয়ার্ড আবু বক্কর, ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন জোয়ার্দ্দার লাড্ডু মিয়া, ৪নং ওয়ার্ডে কায়সার হামিদ, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭নং মহি উদ্দীন, ৮নং ওয়ার্ডে সাদেক আলী এবং ০৯নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পণ্য দিয়ে বিশ্ববাসীর মন জয়ের প্রত্যয় ওয়ালটনের

চারদিনের মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামতের কাজ সম্পন্ন হবে

লাইফস্টাইল ব্র্যান্ড ক্যাটস আইয়ের সাথে টুর‌্যাগ অ্যাক্টিভ অংশীদারিত্ব

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু সৌদি আরব : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে প্রফেসর মশিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২২-এ সেরা ব্যাংকের তালিকায় স্থান পেল প্রাইম ব্যাংক

লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

এসআইবিএল ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

নার্সিং হোস্টেলে ঝুলছিল ছাত্রীর মরদেহ

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্রেকিং নিউজ :