এএইচএম সাইফুদ্দিন, নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আঁধারের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যন প্রভাবশালী নেতা মোঃ আক্তার সরকারের উদ্যেগে প্রায় ৬শতাধীক গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯শে জুলাই সোমবার বাদ আছর আক্তার সরকারের কার্যালয়ের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগ নেতা আক্তার সরকার বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস আমাদের জীবন যাত্রাকে ব্যাহত করলেও অত্যান্ত খুশি ও আনন্দ নিয়ে আমাদের মাঝে হাজীর হয়েছে পবিত্র ঈদ-উল আযহা।
করোনা কালীন সময়ে গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেলের নির্দেশনা ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের পরামর্শে বিভিন্ন ওয়ার্ডের গরীব, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। পিতার আদর্শকে বুকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। করোনার আগ্রাসনে অনেক অসহায় মানুষ কষ্টে জীবন যাপন করছে। আজকে আমার এই ঈদ উপহার বিতরণের একমাত্র উদ্দেশ্য অসহায় মানুষগুলোর মুখে সামান্য হলেও হাসি ফুটানো। পবিত্র এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ শান্তি ও সমৃদ্ধি। দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদ-ঊল আযহার শুভেচ্ছা। ‘’ঈদ মোবারক’’।