শেখ রাজীব হাসান, টঙ্গী : টঙ্গীতে মাছিমপুর এলাকার মোসা: রেহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলা ঋণ না নিয়েও হাজতবাস করছেন। টঙ্গী নুপুর মালটিপারপাস সমিতির সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রতারক ঋণের টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২০১৩ইং সালের ১০ই মার্চ টঙ্গীর মাছিমপুর এলাকার নুপুর মালটিপারপাস নামের তৎকালীন সাধারণ সম্পাদক মো: ছামিউল হক ও তার সহযোগী মো: খালেক এবং শাহিদা বেগম ও মিনারা মিলে স্থানীয় বৃদ্ধা মহিলা রেহেনা বেগমকে ৫০ হাজার টাকা ঋণ দেয়ার কথা বলে তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে টঙ্গী শাখা জনতা ব্যাংকে একটি একাউন্ট খুলে একাউন্টের নমীনি ওই প্রতারক চক্রের লোককে প্রধান করে একটি চেক বই উঠিয়ে দেয়। পরে তার কাছ থেকে সাদা দুইটি চেকের পাতা যাহার নং-এসবি-১০-৩৯৯১৫০১/এসবি-১০-৩৯৯১৫০২ ও ১৫০ টাকা মূল্যের ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে বৃদ্ধার স্বাক্ষর নেন। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবি নিয়ে নেয়। কিন্তু ঋণের টাকা না দিয়ে প্রতারক চক্র উক্ত সমিতি বৃদ্ধাকে সাহিদার জিম্মাদার বানিয়ে ঋণের টাকা সাহিদাকে দিয়ে দেয়।
এদিকে সমিতির ম্যানেজার মো: দুলাল, সাধারণ সম্পাদক মো: ছামিউল হক ও সদস্য খালেক, সাহিদা, মিনারা মিলে এই সম্পূর্ণ টাকা আত্মসাত করে। এরই পরিপ্রেক্ষিতে মোছা: রেহেনা বেগম ও তার ছেলে মো: মাসুম জানতে পেরে টঙ্গী মডেল থানায় পর পর তিনটি সাধারণ ডায়েরী করেন, যাহার নং-১২৭২/১১৫৬/১৪৪০।
সমিতির সাধারণ সম্পাদক মো: ছামিউল হক তিনি মোছা: রেহেনা বেগম ও সাহিদা বেগমের নামে জমাকৃত ডিজনার চেক দুইজনের কাছে ২ লাখ টাকা দিয়েছে বলে দাবী করেন। এই টাকা উদ্ধার করতে না পেরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ গাজীপুর সিআর মোকদ্দমা রুজু করেন। মোকদ্দমা নাম্বার-৪১০/২০৩১।
এরপর এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই মামলায় সাহিদা বেগম জামিনে থাকলেও মোছা: রেহেনা বেগম হাজতে আছে বলে তার ছেলে মো: মাসুম জানান। মাসুম দাবী করেন তার বৃদ্ধা মা কোন টাকা-পয়সা নেয়নি বরং তারা ষড়যন্ত্র করে তার মার কাছ থেকে সাদা চেক পাতা ও ষ্ট্যাম্প নিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে এই টাকা দাবী করেন। এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চাই।
তার মাকে ষড়যন্ত্রমূলক মামলায় গত ২৯ আগস্ট ২০২১ইং, রোজ: বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আটক করে। বর্তমান উপপরিদর্শক মো: মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলা কর্মরত। তিনি মুঠোফোনে জানায়, প্রাথমিক তদন্তে প্রতারণার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই প্রতারক চক্রের সদস্যরা অদ্যবধি পলাতক রয়েছে। এই ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা নিয়ে আমাদের জাতীয় অপরাধ বিচিত্রায় আরো বেশকিছু চানঞ্জল্যকর তথ্য নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদক।