শেখ রাজীব হাসান, টঙ্গীঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা থেকে মাদক কারবারের নগদ অর্থ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ১৪জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১শে আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডেপুটি কপিশনার (অপরাধ) ইলতুৎ মিশ এর নেতৃত্বে অপরাধ(উত্তর) বিভাগ ও ডিবি’র সমন্বয়ে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুখ্যাত মাদক কারবারিরা হচ্ছে -ঝর্ণা আক্তার(২৪) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়। জাকির হোসেন নবীন(২৫) কে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ২ হাজার ২৮০ টাকা সহ গ্রেফতার করা হয়। কুলসুম বেগম(২৬) কে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৩৮০ টাকা সহ গ্রেফতার করা হয়।
আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এছাড়াও ১১ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ ভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের ডেপুটি কপিশনার ইলতুৎ মিশ বিষয়টি নিশ্চিত করেন।