টঙ্গী প্রতিনিধি : দেশব্যাপী ফেইজবুকে ফেক আইডি ব্যাবহার কারী থাকলেও জিসিসি’র ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর এলাকায় ফেক আইডি ব্যাবহার কারীদের কর্মকাণ্ডে আতঙ্কিত পুরো এরশাদনগরবাসী। ইন্টারনেটের যুগে পারস্পরিক যোগাযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অনস্বীকার্য।
প্রতিদিনই বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি হচ্ছে সাধারণ মানুষের আতঙ্কের অন্যতম কারণ। এরা ভুল তথ্য ছড়িয়ে যেমন মানুষকে বিভ্রান্ত করছে। তেমনি যৌন হয়রানি, অবৈধ আর্থিক লেনদেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা, ভুয়া ছবি তৈরি করে ব্ল্যাকমেইল এবং মানহানির মতো জঘন্য অপরাধ করে আসছে।
ইতিমধ্যে, এরশাদনগর এলাকার বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত ব্যাক্তিদের নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট করে আলোচনায় শীর্ষে রয়েছে পথের রাজা নামে একটি ফেক আইডি যার ফেইজবুক লিংকঃhttps://www.facebook.com/profile.php?id=100080428407369.
এছাড়া ২য় স্থানে রয়েছে এরশাদ নগরের আয়না ও ৩য় স্থানে রয়েছে পরদা ফাঁস নামে ফেইজবুক আইডি। এরশাদনগরের আয়না আইডির ফেইজবুক লিংকঃ https://www.facebook.com/profile.php?id=100085692429212।
এছাড়া যে সকল ফেক আইডি রয়েছে সেগুলোর লিংক নিচে দেওয়া হলোঃ
https://www.facebook.com/profile.php?id=100080354662436 (এরশাদনগর অপরাধ দমন)
https://www.facebook.com/profile.php?id=100080428407369&sk=friends (পারলে ঠেকা আয়নারে)
https://www.facebook.com/profile.php?id=100070617817198 (নগর উন্নয়ন)
https://www.facebook.com/profile.php?id=100068864766648 (তালাশ এরাদনগর)
https://www.facebook.com/profile.php?id=100080428407369&sk=friends (এরশাদনগরের খবর)
https://www.facebook.com/profile.php?id=100078995737808 (কালো কাক)
https://www.facebook.com/profile.php?id=100005265224776 (হিটলার নগর)
https://www.facebook.com/profile.php?id=100082272422370 (এরশাদনগরের নাশকতা)
স্থানীয় এলাকাবাসী জানায়, নিজ স্বার্থ হাসিলের জন্য এরশাদনগর এলাকার যে কোন সিনিয়র রাজনৈতিক নেতা তার প্রতিপক্ষকে ঘায়েলের জন্য ও একে অন্যের সম্মানহানির জন্য ফেক আইডি ব্যাবহার করে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের মধ্যে অনেকের দাবি যারা ফেক আইডি গুলো ব্যাবহার করছে তারা নিজের ও আত্মীয় স্বজনের কোন প্রকার তথ্য আইডিতে প্রকাশ করে না।
এই ফেক আইডি শিক্ষক, ছাত্র, রাজনৈতিক নেতা থেকে শুরু করে কারো সম্মানহানি করতে বিব্রত হয় না। এলাকায় অনেক ফেক আইডি থাকলেও পথের রাজা, এরশাদনগরের আয়না ও পরদা ফাস আইডির মাধ্যমে অপপ্রচারে এলাকার গুনীজনদের বিব্রতকর পরিস্থিতিতে পরতে হচ্ছে। এসকল আইডির বিরুদ্ধে এলাকার সকল শ্রেনী পেশার সাধারণ মানুষ প্রশাসনের দারস্থ হলেও এর কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।
এসমস্ত ফেক আইডি বদ্ধে বেশ সজাগ ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো। এ বছর মাত্র তিন মাসে ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। তারপরেও কমছেনা ফেক আইডির অত্যাচার। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে বেশ তৎপর। অভিযোগ পেলে এসব প্রতারণা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ আসার আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যায় মানুষ।