300X70
বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

টঙ্গীতে স্বাভাবিক জীবনে ফিরতে ২৩ মামলার আসামীর আত্মাসমর্পণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২১, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ

প্রতিনিধি, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে মাহবুবুর রহমান স্বপণ (৩৫) নামে একজন হত্যা মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম ও স্থানীয় কাউন্সিলরের প্রায় এক সপ্তাহের প্রচেষ্ঠায় বৃহস্পতিবার পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন দুইটি হত্যা মামলাসহ ২৩টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী স্বপন।

পুলিশ সুত্রে জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার বুলকার চর গ্রামের আব্বাস আলীর ছেলে স্বপনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানা ও গাজীপুরের টঙ্গী থানা (সাবেক), টঙ্গী মডেল থানা (সাবেক) ও টঙ্গী পশ্চিম থানায় মাদক কারবার, হত্যাসহ বিভিন্ন অপরাধে অন্তত ২৩ টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে থাকা ২৩টি মামলায় সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।পরোয়ানার আদেশপত্র টঙ্গী পশ্চিম থানায় এলে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরই মধ্যে স্বপন স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জানান।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের উপস্থিতে তার কার্যালয়ে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আসামি স্বপন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরন করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্বপনের বিরুদ্ধে যে সকল মামলা চলমান রয়েছে সেগুলো হলোঃ ১। টঙ্গী থানা মামলা নং ৪৬ (৮) ১৬, ধারা – ৩০২/৩৪ পেনাল কোড, ২। টঙ্গী থানা মামলা নং – ২০ (৫) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ), ৩। টঙ্গী থানা মামলা নং – ৮৯ (৪) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (ক) / ২৫, ৪। টঙ্গী থানা মামলা নং – ৬৩ (৪) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (ক) / ২৫, ৫। টঙ্গী থানা মামলা নং – ৩৪ (৪) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ৬। টঙ্গী থানা মামলা নং – ৮১ (১২) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ৭। টঙ্গী থানা মামলা নং – ৭ (২) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ৮। টঙ্গী থানা মামলা নং – ৮ (৩) ১৬, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (ক) / ২৫, ৯। টঙ্গী থানা মামলা নং – ৭ (২) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১০। টঙ্গী থানা মামলা নং – ১৩ (২) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (ক) / ২৫, ১১। টঙ্গী থানা মামলা নং – ৫২ (১১) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৭ (ক) / ২৫, ১২। টঙ্গী থানা মামলা নং – ৫৭ (৫) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৭ (খ) / ২৫, ১৩। টঙ্গী পশ্চিম থানা মামলা নং – ৪১ (৮) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১৪। টঙ্গী মডেল থানা মামলা নং – ২০ (৫) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১৫। শেরে বাংলা নগর থানা মামলা নং – ৯ (৪) ১৪, ধারা – ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫ বি (১) (বি), ১৬। টঙ্গী থানা মামলা নং – ৪১ (৪) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১৭। টঙ্গী থানা মামলা নং – ৩ (২) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১৮। টঙ্গী থানা মামলা নং – ৮১ (১২) ১৭, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (খ) / ২৫, ১৯। টঙ্গী থানা মামলা নং – ৩৫ (৪) ১৮, ধারা – ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর ৯ (ক) / ২৫, ২০। টঙ্গী থানা মামলা নং – ৫৬ (৫) ১৮, ধারা –১৪৩/৩৩২/৩৫৩/৩০২৩০৭/৩৪ পেনাল কোড, ২১। টঙ্গী থানা মামলা নং – ৫৬ (৫) ১৮, ধারা – ১৭৩/৩৩২/৩৫৩/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকতেন। সেখানেই তিনি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।

তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তার বিরুদ্ধে পৃথক ২৩ গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফুল ইসলান বলেন, আসামি স্বপন এখন অনুতপ্ত। আমাদের কাছে কথা দিয়েছে সে সুস্থ জীবনে ফিরে আসতে চায়। আইনি প্রক্রিয়া মেনে এবং স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের আলোকে আমরা চেষ্টা করে দেখবো তার জন্য কিছু করা যায় কিনা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

ঈদে অনলাইন কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

আজিজুর রহমান চিরদিন সুস্থ্য ধারার চলচ্চিত্র নির্মাণে আদর্শ হয়ে থাকবেন : জিএম কাদের

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের

প্রেমিককে হাতুড়িপেটা, প্রেমিকাসহ ৪ জন শ্রীঘরে

একাত্তর টিভির বিরুদ্ধে নুরের বক্তব্য প্রত্যাহারের আহবান ডিইউজের

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন , কোনো দেশ থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি

ছয় ঘণ্টার পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ঢাকায়

ব্রেকিং নিউজ :