শেখ রাজীব হাসান, টঙ্গী : টঙ্গী পূর্ব থানাধীন‘’বউ বাজার’ এলাকা মাদকদ্রব্য থেকে শুরু করে সকল ধরনের চোরাই মালামাল ক্রয় বিক্রয়সহ নানা অপকর্মের অভয়ারণ্য হিসেবে রাজধানীর উত্তরা ও গাজীপুরবাসীর কাছে পরিচিত। চুরি, ডাকাতি ছিনতাইয়ের মাল বিক্রির জন্য জায়গাটি নিরাপদ বলে দাবি গ্রেতাদের।
এই বাজার সম্পর্কে স্থনীয় বিভিন্ন সুশীল মহল অবগত থাকলেও নিরব ভুমিকায় ছিলো প্রশাসন। বউ বাজারে ফ্লোরে চট বিছিয়ে বসে প্রায় দেড় শতাধিক চোরাই মোবাইল ও বিভিন্ন ইল্যেক্ট্রনিক্স্য পণ্যের দোকান। বউ বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর নেতৃত্বে বসে এসব দোকান। টিনসেট মার্কেটে প্রতিটি দোকান (বিট-১-২ ফিট) থেকে প্রতিদিন ১০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলেন। বউ বাজারে চোরাই মাদার বোর্ড ক্রয় বিক্রয় চলে ব্যাপকহারে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্তত দুই যুগ ধরে বউবাজার এলাকায় চলছে এসব চোরাই মাল ক্রয়, বিক্রয়। প্রতিদিন বিভিন্ন নামিদামি ব্রান্ডের অন্তত দুই শতাধিক স্মার্ট ফোন এই চোরাই মার্কেটে ক্রয় বিক্রয় হয়। অন্তত চুরি আর ছিনতাইয়ের বিভিন্ন মালামাল এখানে আসার পরে একটি চক্র সকল পণ্যের প্রতিটি অংশ খুলে আলাদা (টাচ, ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি) আলাদা করেও বিক্রয় করে। এই চোরাই মার্কেটে, কম্পিউটার, ল্যাপটপ, এলইডি টিভি, ফ্যান, স্পিকার, মোবাইল ফোনসেট, হাতঘড়ি, চশমা, চার্জার লাইট, টেবিল ফ্যান, টর্চলাইটসহ গৃহস্থালির বিভিন্ন পণ্য প্রকাশ্যেই ক্রয়, বিক্রয় হয়।
তবে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, বউবাজার এলাকার চোরাই বাজার প্রতিদিন ভোর ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ছিনতাই ও ডাকাতির মালামাল ক্রয় বিক্রয় হয়। এছাড়া বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বসে ক্রয়-বিক্রয়ের হাট। রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা চুরি, ছিনতাই করে নিয়ে আসা নানা পণ্য এখানে বিক্রি করে থাকে। ভোর হলেই ভুক্তভোগীরা তাদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে এখানে আসেন এবং দ্বিগুণ মূল্য দিয়ে তা ফিরে পান। আবার এখানে এসে অনেকে প্রতারণার শিকার হয়ে হারান সর্বস্ব।
স্থানীয় বাসিন্দাদের মতে, চোরাই মার্কেটগুলো বন্ধ করে দিলে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা কমে যাবে। স্থানীয় প্রশাসনের যথাযথ দৃষ্টি না থাকায় দিনদিন এলাকায় চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে।
সম্প্রতি, বউবাজার এলাকায় চোরাই মোবাইলের এমন হাট বাজার সমন্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ বিভাগের(অপরাধ) উপ-পুলিশ কমিশনার ইলতুৎ কে অবগত করলে তিনি বিষয়টি আমলে নেয়। তাৎক্ষনিক টঙ্গী পূর্ব থানার একটি দল বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসাইন, এসআই আশিকুল হক রোনাল্ড, এসআই মোঃ রাজীব হোসেন, এসআই অহিদ মিয়া, এসআই লিটন শরীফ, এএসআই মোমিনুল ইসলাম ও সঙ্গীয় সদস্যগণ বউ বাজারে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকায় মোঃ আল মামুন (৩৬), মোঃ জীবন (৩৮) ও মোঃ শফিকুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির সচল ও অচল মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ বিভাগের(অপরাধ) উপ-পুলিশ কমিশনার ইলতুৎ জানান, বউ বাজার এলাকায় এমন চোরাই মার্কেট সমন্ধে আমার জানা ছিলনা। এবিষয়ে জানার পর ‘বউ বাজার’ মার্কেট আমরা কড়া নজরদারিতে রেখেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।