মাঠে মাঠে ডেস্ক : চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতেছে ভারত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি।
একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা কোহলির দল লড়াইয়ে ফিরতে মরিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখানোর জন্যও এই সিরিজটি সমান গুরুত্বপূর্ণ দুই দলের।
এই টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে ভারতের স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। ইংল্যান্ড এই টেস্টে বিশ্রাম দিয়েছে দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকে। চোটের কারণে নেই আরেক গতিতারকা জোফরা আর্চারও।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ : ররি বার্নস, ডম সিবলি, ডন লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন, জ্যাক লিচ।