স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেলেন মুনিম শাহরিয়ার।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে মুনিম ছাড়াও রয়েছেন টি-টোয়েন্টিতে ‘আনক্যাপড’ ইয়াসির আলী চৌধুরী।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।