নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যিনি এ শোকজ দিয়েছেন তাকে শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান। এসময় টিটিইর বহিষ্কারাদেশটি ‘সঠিক হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘রেলের সেবায় অসন্তুষ্ট হলে সাধারণ যাত্রী ও তার পরিবার হিসেবে অভিযোগ জানাতে পারে। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে অভিযোগ জানাতে পারে না। এ জায়গাটায় কিছু ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি।’
অভিযোগের বিষয়ে স্ত্রীর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘রেল মন্ত্রণালয়ের দায়িত্ব স্বচ্ছভাবে আমি পালনের চেষ্টা করেছি। কিন্তু এই ঘটনায় আমি বিব্রত।’
উল্লেখ্য, তিন যাত্রীর কাছ থেকে রেলওয়ের নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করায় সাসপেন্ড হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক টিটিই শফিকুল ইসলাম। ওই তিন যাত্রী রেলমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে বিনা টিকিটে ট্রেনযাত্রী হয়েছিলেন। তাদের নালিশেই ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামকে শাস্তি দেওয়া হয়েছে। রেলওয়ের পাকশীর ডিসিও (ডিভিশনাল কমার্শিয়াল অফিসার) নাসির উদ্দিনের নির্দেশে সামরিক বরখাস্ত করা হয় শফিকুলকে।
তদন্ত ছাড়াই এত দ্রুত টিটিইকে কীভাবে বহিষ্কার করা হলো; এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘এ বিষয়ে ডিসিওকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।’