নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে চার কোটি টাকার আইস জব্দ করেছে। রোববার (৬ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ মার্চ) বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা’র নেতৃত্বে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে গভীর রাতে সাগর পার হতে এক ব্যক্তিকে শপিং ব্যাগ হাতে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।
এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি জানতে পেরে শপিং ব্যাগটি জঙ্গলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জঙ্গলে তল্লাশী করে শপিং ব্যাগ হতে ৮০০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল ম্যাথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।