300X70
শনিবার , ২ জানুয়ারি ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২, ২০২১ ১২:৪০ পূর্বাহ্ণ

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীদের গুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান।

নিহত মোহাম্মদ উসমান সিকদার (৪০) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এর আগে তিনি সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

নিহতের পরিবারের বরাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ বলেন, গত রোববার সন্ধ্যায় একটি ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন উসমান শিকদার। এ সময় উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে সাবরাং ইউপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলেকে কেফায়েত উল্লাহ প্রকাশ্যে উসমান সিকদারের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে।

এ ঘটনায় উসমন থানায় একটি অভিযোগ ও দায়ের করেছিলেন। ওই ঘটনার জেরে ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় উসমানের গতিরোধ করে গুলি করে তাকে হত্যা করা হয়।

ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই উসমানের মৃত্যু হয়। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।’

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা ইয়াবা ও মানব পাচারকারী তালিকাভুক্ত এবং থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :