নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন স্থল বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৮৫ পিস ইয়াবাসহ ১ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
গতকাল রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ এম মিরাজুল হাসানের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল। পরবর্তীতে তাকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২,৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃত ব্যক্তি মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা মোঃ হাকিম শাহপুরী দ্বীপের বাসিন্দা। আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।