মাঠে মাঠে প্রতিবেদক : আগামীকাল শনিবার (২৬ জুন) ইতি ঘটবে ৩১ মে থেকে শুরু হওয়া ২০১৯-২০ আসরের।ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্পনসরড বাই ওয়ালটন শেষের দোরগোড়ায়। টুর্নামেন্টের শেষ দিনই ঠিক হবে কার হাতে উঠবে ট্রফি।
ট্রফির লড়াইয়ে সুপার লিগের শেষ দিন লড়বে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার আবাহনীর হারের দিন এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ কাজে লাগাতে পারেনি প্রাইম ব্যাংক। ট্রফিতে এক পা দেওয়ার অনন্য সুযোগ হাতছাড়া করে প্রাইম দোলেশ্বরের কাছে হেরে।
১৫ ম্যাচ শেষে আবাহনী ও প্রাইম ব্যাংকের পয়েন্ট ২২। রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আবাহনী। শনিবার অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। যে দল জিতবে, সেই হবে এবারের চ্যাম্পিয়ন। আর সমান ১৫ ম্যাচ খেলে ২১ পয়েন্ট প্রাইম দোলেশ্বরের। তাদের সামনে রয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেডকে হারিয়ে রানার্স-আপ হওয়ার সুযোগ।
অন্যদিকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট, গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৭ পয়েন্ট ও মোহামেডান স্পোর্টিংয়ের ১৩।