300X70
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২০ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের নামে হবে অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৬, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ

মাঠে-মাঠে ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু।

ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে শেখ রাসেল ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ-২০২০ আয়োজন করা হবে। ১৭ তারিখে হবে উদ্বোধন। ওইদিনই প্রি ইভেন্ট ট্রেনিং হবে। বাংলাদেশসহ সাতটি দেশের শুটারদের এই ইভেন্টে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে। জাপান, ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কোরিয়া নিশ্চিত করেছে। ‘

তিনি আরও বলেন, ‘এই সাত দল ছাড়াও শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও যোগ দেবে আশা করি। টুর্নামেন্ট হবে ৬০ শটের। যেহেতু অনলাইনে হবে প্রতিযোগিতা, তাই ফাইনাল হবে না। ৬০ শটের স্কোরের উপর ফল নির্ধারণ করা হবে। সোনা-রুপা-ব্রোঞ্জ জয়ীদের জন্য যথাক্রমে এক হাজার, ৭০০ ও ৫০০ ডলার প্রাইজমানির ব্যবস্থাও থাকছে। ‘

করোনা মহামারির কারণে শুটিং প্রতিযোগিতা আটকে আছে। তবে পরিস্থিতির উন্নতি হলে যেন শুটাররা আগের ফর্মে ফিরতে পারেন এজন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বলে জানান অপু। অংশগ্রহণকারী দেশগুলো থেকে একজন করে পুরুষ ও নারী অংশ নেবেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আব্দুল্লাহ হেল বাকির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তবে নারী শুটার কে খেলবেন তা চূড়ান্ত হয়নি।

শেখ রাসেলের নামে এই টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন ফেডারশনের সাধারণ সম্পাদক।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :