নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রানজিট ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে এসব ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে। বাংলাদেশে কোনো ট্রানজিট ফ্লাইট প্রবেশ করবে না।প্রবাসী কর্মীদের বিষয় মাথায় রেখে প্রাথমিকভাবে বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লকডাউনে প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি এবার ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট চালু হবে। মঙ্গলবার (২০ এপ্রিল) আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে দেবো।