নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সম্প্রতি রাজধানীর ওয়েষ্টিন হোটেলে ট্রান্সকম বেভারেজেস লি: এবং আগোরা সুপার শপের মধ্যে একটি ব্যাবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয় ।
এ চুক্তির আওতায় আগোরা সুপার শপের আউটলেটগুলোতে ট্রান্সকম বেভারেজেস লি: এর উৎপাদিত ব্র্যান্ডসমূহ, যথা সেভেন আপ, পেপসি, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, স্লাইস, একুয়াফিনা বিশেষ সুবিধা পাবে।
মোহাম্মদ তানভীর হোসাইন, হেড অফ সেলস অপারেশন্স, ট্রান্সকম বেভারেজেস লি: এবং মুয়াল্লেম চৌধুরী, ডিরেক্টর-ইন -চার্জ , আগোরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবাশীষ দেব, কান্ট্রি ম্যানেজার, পেপসিকো ; শারফুদ্দিন ভূঁইয়া, হেড অফ মার্কেটিং, ট্রান্সকম বেভারেজেস লি:; মোঃ মামুন, কি-একাউন্টস ম্যানেজার, ট্রান্সকম বেভারেজেস লি: এবং আগোরা’র পক্ষ থেকে খন্দকার নূর-ই-বোরহান, হেড অফ কমার্শিয়াল ও মার্কেটিং; খালেদুর রসুল, হেড অফ কমপ্লায়েন্স ও ইন্টার্নাল অডিট; ফারজানা বেগম, ক্যাটাগরি ম্যানেজার; হাবিবুল ইসলাম, জোনাল অপারেশন ম্যানেজার ।