300X70
শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভ্যানচালকের মেয়েই ময়মনসিংহ মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৮, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে সাত সদস্যদের সংসারের আফতাবর রহমানের আয়ের উৎস ভ্যানগাড়ি। নিজস্ব জমি জমা না থাকলেও একমাত্র রিক্সা ভ্যান চালিয়ে ৩ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্নে এগিয়ে চলেছেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের একজন ভ্যান চালক।

ভ্যানগাড়ি চালিয়ে সারা দিনে যা আয় করতো তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি খরচ করতো সন্তানের পড়াশোনায়। ভ্যান চালিয়ে উপার্জান করে ছেলে মুন্নাকে ভর্তি করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সম্প্রতি মেডিকেল কলেজ ভর্তি ফলাফল পরীক্ষায় দ্বিতীয় মেয়ে আলপনা আক্তার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর ছোট মেয়ে এইচএসসিতে পড়াশোনা করছে৷

ভ্যান চালক আফতাবরের সন্তানদের এমন সফলতায় পরিবারসহ আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছেন তারা। এ নিয়ে এলাকাজুড়ে চলছে একটি আনন্দঘন পরিবেশ৷

মেডিকেলে চান্সপ্রাপ্ত আলপনা আক্তার বলেন, যার অনুপ্রেরণায় আমার এ সফলতা তিনি আমার বাবা। সারাদিন ভ্যান চালিয়ে আমার পড়াশোনার খরচ বহন করেছ। আমার বাবা আমাকে এক সেকেন্ডের জন্যও অভাব বুঝতে দেইনি। বাবার পাশাপাশি আমার মা অনেক পরিশ্রম করেছেন। আমার বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন। তবে আমি মনে করি দারিদ্র্যতা সফলতার অন্তরায় না। স্বপ্ন আর পরিশ্রম একসাথে করলে সফল হওয়া সম্ভব৷

আলপনার বাবা আফতাবর রহমান বলেন, টাকার অভাবে বড় মেয়েকে পড়াতে পারিনি ৷ পরে স্বপ্ন দেখেছি বাকী সন্তানদের প্রতিষ্ঠিত করব৷ সারাদিন রোদে বৃষ্টিতে ভ্যান চালিয়ে ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছি। ছেলে ঢাকা বিশ্বিবদ্যালয়ে বাংলা নিয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছে৷ আর মেয়ে মেডিকেলে সুযোগ পেয়েছে।

সারাদিন ভ্যান চালিয়ে কষ্ট করতাম শুধুমাত্র তাদের জন্য। আমার ২৫ শতক আবাদী জমি ছিল। ছেলেকে ভর্তি করার জন্য ৫ শতক বিক্রি করেছি। আর মেয়েকে পড়াশোনা করানোর জন্য বাকী ২০ শতক জমিও বিক্রি করেছি। এখন ভ্যান আর ভিটেমাটি ছাড়া আমার কিছুই নাই। তারপরেও আজকে আমি অনেক খুশি। আমার স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, ডাক্তারি পড়ানো অনেক খরচ। আমি চেষ্টা করব আমার সাধ্যমত। তবে যদি সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয় তাহলে আমার কষ্টটা কম হবে৷

সরকারি সুযোগ সুবিধা আলপনা পাবে কি না এ বিষয়ে জানতে চাইলে? বালীয়াডাঙ্গী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, যদি আলপনার বাবা চান, তাহলে তার পড়াশোনার খরচের প্রয়োজনীয় পদক্ষেপ নিবে উপজেলা প্রশাসন৷

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :