নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে, শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি।
আজ রোববার দেয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। কাঙ্খিত টিকিটের আশায় মধ্য রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশিরা।
৫০ ভাগ টিকিট কাউন্টারে এবং ৫০ ভাগ টিকিট অনলাইনে দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকিট মিলছে না।আর এ কারণেই কাউন্টারে ভিড় বাড়ছে বলে অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশিরা।
রাজধানীর ৫টি স্টেশন থেকে ভিন্ন ভিন্ন রুটের টিকিট ছাড়াও রাজধানীর বাইরে চট্টগ্রাম থেকে দেয়া হচ্ছে আগাম টিকিট।
রেলের টিকিটের জন্য গতকাল ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে। সেটা অনলাইন ও কাউন্টার দুই জায়গায়ই। অনেককে কাউন্টারে লাইনে দাঁড়িয়েও অনলাইনে টিকিট কাটার চেষ্টা করতে দেখা গেছে। বহু টিকিটপ্রত্যাশী মধ্যরাত থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। শেষ পর্যন্ত তারা টিকিট পায়নি।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে গতকাল সকাল ৮টায় অনলাইনে ও কাউন্টারে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনেকে মধ্যরাতেই টিকিট পেতে কাউন্টারে লাইনে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত সবাই টিকিট নিয়ে ঘরে ফিরতে পারেনি। দুপুর ১২টার পরই কমলাপুর রেলস্টেশনে আগামী ২৭ এপ্রিলের সব টিকিট শেষ হয়ে যায়। তার আগে অল্প সময়ের মধ্যে শেষ হয় শীতাতপ নিয়ন্ত্রিত বগির টিকিট।