সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থেকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্না দেখতে গিয়ে বড়তাকিয়া স্টেশন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের প্রাণে বেঁচে যাওয়া সাত জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাছমির হাসান (১৭) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
প্রায় আটদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তাছমির নামে ওই এসএসসি পরীক্ষার্থী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি মেম্বার তোফায়েল আহাম্মদ। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।