300X70
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ের ব্যতিক্রমী শতবর্ষী গাছ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: চলতি মৌসুমে তিনশত থেকে সাড়ে তিনশ মন আম হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া মহাদেশের বৃহৎ সূর্যুপুরী আম গাছে। দূর থেকে বটগাছের মতো দেখতে বিশালাকারের এই আমগাছের অবস্থান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে। প্রায় দুই বিঘা জমিজুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে শত বছর বয়সী আমগাছটি। দেশ-বিদেশের পর্যটকরা একনজর গাছটিকে দেখার জন্য প্রতিনিয়ত মন্ডুমালা গ্রামে ভিড় করছেন।

অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী প্রাক ঐতিহাসিক যুগের প্রাচীন এই সূর্যপুরী আমগাছ। উত্তরের শান্ত জনপদের এ গাছটির ডালপালার দৈর্ঘ্য প্রায় ৯০ ফিট। আমগাছের আসল বয়স কত তার সঠিক উত্তর কেউ দিতে পারছে না। তবে এলাকার প্রবীণদের দাবি গাছটির বয়স ২২০ বছরের কম নয়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আমের একটি জাতের নাম সূর্যপুরী। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় এক আমের চাহিদা পুরো দেশজুড়ে। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটি সূর্যপুরীর বৈশিষ্ট্য। গাছটির উচ্চতা প্রায় ৮৫ ফুট; পরিধি প্রায় ৩৫ ফুট। মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডাল।

দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নিজ চোখে আমগাছটি দেখার জন্য প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। গাছকে দেখেই ডালের উপরে ওঠে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছেন তারা। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ দর্শনার্থীরাও গাছের ডালের উপরে উঠে ছবি তুলে মনের স্বাদ মিটানোর চেষ্টা করছেন।

জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সাইদুর মোল্লা ও নূর ইসলাম পূর্বপুরুষের লাগানো এ গাছটির মালিকানা তাঁরা পৈত্রিক সূত্রে পেয়েছেন। প্রাচীন আমগাছটির দর্শনী বাবদ বিশ টাকা নেওয়া হয়। প্রতি বছরের মত এবার সাইদুর রহমান নামে একজন গাছের আমগুলো ৫০ হাজার টাকা দিয়ে লিজ নিয়েছেন এক বছরের জন্য।

দিনাজপুর থেকে আসা এক দর্শনার্থী বলেন, দুই বিঘা জমি জুড়ে একটি আমগাছ রয়েছে তা বহুদিন ধরে শুনেছি। কিন্তু বাস্তবে তা চোখে দেখা হয়নি। এখন সরাসরি দেখতে পেরে মুগ্ধ হলাম। তবে কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত বলে আমি মনে করি। রংপুর থেকে আসা শাহাজাহান বলেন, আমগাছ যে এত বড় হতে পারে সেটি চিন্তার বাইরে। অনেকে গাছটি দেখে মনে করবে এটি একটি কৃত্রিম গাছ। আসলে তা নয়, এটা একটি প্রাকৃতিক গাছ অনেকেই আসে গাছটিতে দেখতে তেমনি আমিও পরিবারকে নিয়ে এসেছি।

ঢাকা থেকে আসা গৃহবধূ ফারজানা তুশি বলেন, এর আগে কখনও এত বড় আমগাছ দেখিনি। যে কেউ এক নজর দেখলে মন কাড়বে। এটি সংরক্ষণ করা দরকার এবং এই স্থানটিকে পিকনিক স্পট হিসেবে গড়ে তোলা দরকার। রাজশাহী থেকে আমগাছটি দেখতে আসা আশিকুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দিন ধরেই দেখছি, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছটি বালিয়াডাঙ্গীতে। তাই আজ সচক্ষে দেখার জন্য এখানে আসা। সত্যিই আমগাছটি নিজ চোখে না দেখলে বোঝার উপায় নেই এর বিশালতা।

গাছ মালিক সাইদুর মোল্লা জানান, অন্যান্য বছরের মত এবারেও আমের ভাল ফলন এসেছে। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না হয়, তাহলে ৩০০ থেকে ৩৫০ মন আম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ গাছকে দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে। কিছুটা সরকারী সহযোগীতা পেয়েছি। আরও সহযোগীতা পেলে একটি ভাল পরিবেশের ব্যবস্থা করা যাবে।

আরেক মালিক নূর ইসলাম বলেন, বয়সের ভারে ডালপালা নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে আছে সবুজের সমারোহ এখনও পুরো গাছজুড়ে আম ধরে। এবারও গাছটিতে প্রচুর মুকুল ধরেছে। গত বছর এ গাছ থেকে প্রায় এক লাখ টাকার আম বিক্রি করা হয়েছিল। এবারও প্রচুর মুকুল ধরেছে, আশা করি, এবার লক্ষাধিক টাকার আম বিক্রি হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন আমগাছটি দেখতে। গাছটিকে ঘিরে পর্যটন গড়ে উঠেছে। যাওয়ার রাস্তা সরু হওয়ায় বড় করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ফান্ড থেকে গেস্ট হাউজ, মসজিদসহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। আরেকটি প্রস্তাবনা পাঠিয়েছি এই জায়গাকে ঘিরে একটি পার্কের ব্যবস্থা করার জন্য।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ে এই আমগাছটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ। গাছটি রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে তদারকি করি।

ব্যক্তিমালিকানাধীন গাছটিকে ঘিরে পর্যটকদের জন্য ব্যক্তি উদ্যোগে কেউ রেস্তোরাঁ ও রেস্ট হাউজ করতে চাইলে প্রধান্য দেওয়া হবে বলে জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জনগণ পাশে থাকলে সবকিছু মোকাবিলা করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকাশের মাধ্যমে মজুরি পাবেন আয়েশা আবেদ ফাউন্ডেশনের কারুশিল্পীরা

বিএনপিকে তওবা করতে বললেন কাদের

জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারের সেই নারীকে ‘ধর্ষণ’

ব্রাহ্মণবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন

কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত যশোরের আরও একজনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের মধ্যে সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন চুক্তি

আজ কপ-২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ব্রেকিং নিউজ :