নিজস্ব প্রতিবেদক : ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ বুধবার (12 এপ্রিল) বাণিজ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হোসেনের পৃথকভাবে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর শোক : বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াত এ জনস্বাস্থ্য চিন্তাবিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ঔষধশিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক :গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ঔষধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে ডাঃ জাফরুল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তাঁর কীর্তির মধ্য দিয়ে দেশ ও জাতির নিকট স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা জনস্বাস্থ্যবিদ ডাঃ জাফরুল্লাহ চৌধুরী (৮১) গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।