নিজস্ব প্রতিবেদক:
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অধিদফতরের পরিচালকের দায়িত্বে থাকা স. ম. গোলাম কিবরিয়া। তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
গোলাম কিবরিয়া চলতি বছরের ২ মার্চ থেকে নিজ দায়িত্বের সঙ্গে সংযোজিত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সাত মাসের মাথায় তাকে ডিএফপির মহাপরিচালক হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়।
১৩তম বিসিএসের একজন মেধাবী তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন গোলাম কিবরিয়া। কর্মজীবনে তিনি জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। তার কর্মজীবনে অদ্যবধি রাষ্ট্র বিরুদ্ধ বিশেষ করে দুর্নীতি সংক্রান্ত কোনো প্রকার অভিযোগের প্রসঙ্গ সৃষ্টি হয়নি।
সংশ্লিষ্টদের মতে, নিষ্ঠাবান এই কর্মকর্তার বিশেষ এই যোগ্যতাই সরকারের মূল্যায়ণ প্রাপ্তির ক্ষেত্রে তাকে বিবেচ্য করেছে।