অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর লা মেরিডিয়েন-এ অনুষ্ঠিত ৫ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে পুরস্কার জিতে নিয়েছে রূপায়ণ সিটি উত্তরা-এর জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর দারুণ একটি ক্যাম্পেইন। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ উপলক্ষ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার-এর পক্ষ থেকে রূপায়ণ-এর অফিসে শুভেচ্ছা বিনিময় করা হয়।
২০১৭ সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ডিজিটাল মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে পুরস্কৃত করতে ও সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ৫ম আসরে মোট ১৮টি ক্যাটেগরিতে ডিজিটাল কম্যুনিকেশন ও ব্র্যান্ডিংয়ের কাজগুলোর ওপর পুরস্কার প্রদান করা হয়।
‘বেস্ট ইউজ অফ ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’ ক্যাটেগরিতে সিলভার অ্যাওয়ার্ড জিতে নেয় রূপায়ণ সিটি উত্তরা-এর জন্য করা মাইন্ডশেয়ার-এর ‘ডাটা ওর্থ মিলিয়নস’ ক্যাম্পেইন।
মাইন্ডশেয়ার-এর এই রিমার্কেটিং ক্যাম্পেইনটি রূপায়ণ সিটি উত্তরা’র অঙ্গনে ভবিষ্যৎ ক্রেতাদের যাত্রা নিশ্চিত করেছে, যাতে তারা নিজে সেখানকার জীবনযাত্রা দেখে তাদের পছন্দের বাড়িটি কিনতে পারেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় কেক কাটেন রূপায়ণ গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তখন সেখানে রূপায়ণ গ্রুপ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি. জে. উল্লাহ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব; রূপায়ণ ডিজাইন এন্ড স্টুডিও-এর চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল।
সেই সাথে অনলাইনে যুক্ত ছিলেন রূপায়ণ সিটি উত্তরা’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান। এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ এম-এর ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম এবং মাইন্ডশেয়ার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা।
আস্থা ও সহযোগিতার জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড রূপায়ণ সিটি-এর প্রতি কৃতজ্ঞ।