নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম কামাল উদ্দিন বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে কর্মরত থাকা অবস্থায় আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
মত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।