সংবাদদাতা, নড়াইল: নড়াইলের কালিয়ার গন্ধবাড়িয়ায় শেখ আবু তালেব (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ওই গ্ৰামে বেড়িবাধের দোকানের পেছনের ড্রেন থেকে ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেন। এ সময় মসজিদের মাইকেও তাকে খোঁজার ঘোষণা দেওয়া হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গন্ধবাড়িয়া গ্রামের বেড়িবাধের ড্রেনে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নড়াগাতি থানায় খবর দিলে পুলিশ এসে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচন হয়। আবু তালেব আগে ওই মাদ্রাসা অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন তবিবুর রহমান মণ্ডল। ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে আবু তালেবের প্যানেল জয় লাভ করেন। এটা নিয়ে নির্বাচনের দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়।