স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রিয়াল মাদ্রিদের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে পরাজিত হয়েছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েও শেষ আট নিশ্চিত করতে ব্যর্থ হলেন লিওনেল মেসিরা। এদিকে, এমন হারের পর ড্রেসিং রুমে সতীর্থ দোন্নারুম্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ইউরোপিয়ান গণমাধ্যম জানিয়েছে, দুটি কারণে এমন বিবাদে জড়ান তাঁরা। নেইমারের দাবি ম্যাচের ৬১ মিনিটে দোন্নারুম্মার ভুলেই গোল করেন করিম বেনজিমা। ড্রেসিং রুমে গিয়ে ইতালিয়ান এই গোলরক্ষককে তাই তিরস্কার করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দোন্নারুম্মাও আঙুল তুলেছেন নেইমারের দিকে। ব্রাজিলিয়ান তারকার ভুল পাস থেকেই রিয়াল মাদ্রিদ দ্বিতীয় গোলটি আদায় করেছে, এটা নেইমারকে স্মরণ করিয়ে দেন দোন্নারুম্মা।