বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পথম নারী উপ-উপাচার্য পদে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা নিয়োগ পেয়েছেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের প্রধান, পাশাপাশি তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান। এ ছাড়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের পরিচালকও তিনি।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।