ক্রীড়া প্রতিবেদকঃ শনিবার গভীর রাতে বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দুটি।
অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
এ ম্যাচ দুটির জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে ২০ আগস্ট। রোববার আবাহনীর ফুটবলাররা যোগ দিলে পূর্ণতা পাবে ক্যাবরেরার ক্যাম্প। অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ৩০ আগস্ট।