নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে র্যাব-১০ এর পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকের্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় একটি অভিযান চালিয়ে ১৩০ গ্রাম গাঁজাসহ সোহাগ (৩২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত ১২ টার দিকে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ নাহার সুপার মার্কেট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে লিমন (৩০) ও লিখন হোসেন (২৬) । এসময় তাদের নিকট থেকে ০২ মোবাইল ফোন ও নগদ ৩,৩৭০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।