বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে সাব-ব্রাঞ্চ চালু করেছে শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সারাদেশে সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের বৃহৎ কৌশলের অংশ হিসেবে নিকুঞ্জে সাব-ব্রাঞ্চ চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাব-ব্রাঞ্চ থেকে গ্রাহকরা খুব সহজেই আমাদের বিস্তৃত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা গ্রহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’
নিকুঞ্জ সাব-ব্রাঞ্চ থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে, যা গ্রহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।