# উদ্বোধন করবেন সোহেল খান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর বনানীতে প্রথম আউটলেট দিয়ে বাংলাদেশে যাত্রা করল বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লোথিং’। আউটলেটটি আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধন করবেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক সোহেল খান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোহেল খানের ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং বিইং হিউম্যান ক্লোথিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব রাও।
জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরো কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।
বিইং হিউম্যান ক্লোথিংয়ের মুনাফার একটি অংশ ভারতের মুম্বাইতে অবস্থিত ‘বিইং হিউম্যান-দ্য সালমান খান ফাউন্ডেশনে দেয়া হয়। সুবিধাবঞ্চিতদের মাঝে ভালবাসা, যতœ, আশা ও আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের সহযোগিতার লক্ষ্যে ফাউন্ডেশনটি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।
দৈনন্দিন পোশাকের বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ক্রমাগত নিজেকে নতুনভাবে উদ্ভাবন করতে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি। ইতিমধ্যে ব্র্যান্ডটির ৫০০’র বেশি রিটেইল টাচ পয়েন্ট রয়েছে এবং দ্রুত বিশ্বজুড়ে তাদের আউটলেট চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে নিজেদের পথ চলা শুরু করছে ‘বিইং হিউম্যান ক্লোথিং’।
ঢাকার বনানীতে স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।