নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: ঢাকার উত্তরা থেকে আশুলিয়ার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিকল্প রাস্তা ব্যবহার করতে চালকদের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
আজ বুধবার বেলা ১১টায় মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, ঢাকা আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ির ধীর গতি এবং প্রচণ্ড যানজট হচ্ছে। উক্ত রাস্তা ব্যবহারকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।
ট্রাফিক পুলিশের উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক জানান, ভোরে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সড়াতে সকাল সাড়ে ৯টা বেজে যায়। এতে দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তাছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল সম্ভব না হওয়ায় দুই দিকেই গাড়ির জট লেগে গেছে।