নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব মতলব (ডুসাম) এর আয়োজনে ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কনফারেন্স হলে মেহেদী হাসানের সভাপতিত্বে ও সিয়াম আহমেদের সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ডুসামের উপদেষ্টা ও ডাকাতিয়ার সাবেক সভাপতি আনফাল সরকার পমন, বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মহসিন হোসেন, ডুসামের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান,ডাকাতিয়ার সাবেক সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর সুজন, ডাকাতিয়ার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ২১-২২ শিক্ষাবর্ষে মতলব উত্তর ও দক্ষিণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া শিক্ষার্থীদের বই ও ফুল উপহার দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়৷