নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে ৩ দিন বেপি অনুষ্ঠিত হয়েছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২৩।
দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস্ এই শো-তে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অংশগ্রহণ করেছে । ফোটন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত কমার্শিয়াল ভেহিক্যাল ব্র্যান্ড। বাংলাদেশে এসিআই মটরস্, ফোটন কমার্শিয়াল ভেহিক্যালের একমাত্র পরিবেশক।
ফোটন হলো বিশ্বব্যাপী বাণিজ্যিক যানবাহন বিক্রয় চ্যাম্পিয়ন যা বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে উপস্থিতি সহ ১ কোটিরও বেশি বাণিজ্যিক যানবাহন বিক্রি করেছে। এসিআই মটরস্ তিন দিনের এই মেলায় প্রদর্শন করেছে ফোটনের বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল, যার মধ্যে ছিল ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, অ্যাম্বুলেন্স ও মিনিবাস।
এসিআই মটরস্ এর সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার জনাব আসিফ উদ্দিনের উপস্থিতিতে ফোটন প্যাভিলিয়ানটি উদ্বোধন এর মধ্যে দিয়ে আয়োজন শুরু করে । উল্লেখ্য এই যে মি: জ্যাক, কান্ট্রি ম্যানেজার, ফোটন মোটর গ্রুপ সহ এসিআই মটরস্ এর উচ্চপদস্থ কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যে সকল গ্রাহক এই অটোমোটিভ শো থেকে ফোটন গাড়ি কিনেছে এসিআই মটরস্ প্রত্যেক গ্রাহককে স্মার্টফোন উপহার স্বরূপ দিয়েছে । এছাড়াও, এসিআই মটরস্ এই অটোমোটিভ ইভেন্টে ফোটন ক্রেতাদের জন্য একটি র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করেছিল । একজন সৌভাগ্যবান গ্রাহক র্যাফেল ড্র-এর বিজয়ী হিসেবে একটি নতুন Yamaha FZS – V2 দ্বারা পুরস্কৃত হয়েছিল ।