নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঈদে ভোগান্তির অপর নাম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক। উত্তর ও দক্ষিণাঞ্চলসহ ২৬টি জেলার মানুষ চলাচল করে এ সড়ক দিয়ে। ফলে ঈদে বাড়তি পরিবহনের চাপে পড়ে মহাসড়কটি।
গত বছর ঈদে করোনার কারণে ঢাকা না ছাড়ার নির্দেশ থাকলেও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয় বঙ্গবন্ধু সেতু দিয়ে। এবার কোন নিষেধাজ্ঞা নেই, তাই যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে এবার ঈদে যানজটের কবলে পড়তে পারে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ।
জানা গেছে, মহাসড়কটির এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক এখনও দুই লেনে রয়েছে। এছাড়া সড়কের দুই পাশের বিভিন্ন জায়গায় খানাখন্দ ও উঁচু নিচু থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনা। এতে যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেতু কর্তৃপক্ষ খানাখন্দে কুচি পাথর ছিটিয়ে দায় সারছে। যা ভালোর চেয়ে খারাপই হচ্ছে। এ কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।