গাইবান্ধা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বাংলা একাডেমি ক্যান্টিন এর ২য় তলায় বার্ষিক বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,যমুনা রেলওয়ে সেতুর পিডি আলফাত্তা মুসুদুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ হাসান হিমন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম লিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেদওয়ান সাব্বির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাগর প্রধান, সদস্য অনন্যা, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু প্রমুখ ।