সংবাদদাতা, ঢাবি: দীর্ঘ প্রতিরক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সভাপতি হয়েছেন তানভীর সিকদার ও সাধারাণ সম্পাদক হয়েছেন মিশাত সরকার।
অনেক জল্পনা কল্পনার পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হলের সমন্বিত সম্মেলন।
স্বাভাবিকভাবে প্রতিবার ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে যে বিষয়গুলো সামনে আসে তার মধ্যে প্রার্থীর পারিবারিক রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে লিংক লবিং ও নেতাদের তদবির।
তবে এবারের ঢাবি শাখা ছাত্রলীগের ১৮টি হলের কমিটি নির্বাচনে এসবের একটাও বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন