নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোসাব্বির হোসাইন (৫২) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে ।
সোমবার দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী রানা আহমেদ সহ কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় (২৭ ডিসেম্বর) রাত ১টায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম সৈয়দ আলী আজম মিয়া।