300X70
মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তাজিয়া মিছিলে বোমা হামলা: দুইজনের কারাদণ্ড, ৬ জন খালাস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৫, ২০২২ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে বোমা হামলার মামলায় আসামি কবির হোসাইনের ১০ বছর ও কবিরের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার বেলা ১২টার দিকে সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ মামলার আট আসামির সবাই নিষিদ্ধ জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির সদস্য।

তাদের মধ্যে কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিক, রুবেল ইসলাম ওরফে সজীব ও আরমান ওরফে মনির কারাগারে ছিলেন, তাদের এজলাসে হাজির করা হয়েছে।

জামিনে থাকা পাঁচ আসামি ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মনও উপস্থিত আছেন আদালতে।

২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম প্রহরে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসেনি দালানে হাজির হন হাজারো মানুষ। ওই সময় তিনটি বোমা বিস্ফোরণে আহত হন অর্ধ শতাধিক মানুষ। তার মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে সেটি তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ। টানা এক বছর তদন্ত শেষে দেওয়া মামলার চার্জশিটে বলা হয়, এই হামলা চালিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা।

চার্জশিটে ১০ জনকে আসামি করা হয়। পরে এদের সবাইকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চারজন জামিনে আছেন। চার্জশিটে কারাবন্দি ছয়জনের মধ্যে চারজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওই আসামিদের মধ্যে দুইজন শিশু হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলমান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :