বাহিরের দেশ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে ১০ জন।
শনিবার তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান, তিউনিসিয়ার উপকূলের স্ফ্যাক্স অঞ্চলে লুয়াটায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রধান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় ইউরোপে গেছেন। সূত্র: আল জাজিরা