300X70
বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তীব্র বাতাস, অবতরণ করতে না পেরে ফের আকাশে বিমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক : তীব্র বাতাসের কারণে অবতরণ করতে না পেরে ফের আকাশেই উড়ে যেতে বাধ্য হয়েছে একটি যাত্রীবাহী বিমান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

স্কাই নিউজ জানিয়েছে, স্কটল্যান্ডের অ্যাবারডিন শহর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নির্ধারিত সময়েই হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু সম্প্রতি ওই এলাকায় আঘাত হানা ঝড় কোরির কারণে সেখানে বাতাস বেশ বিক্ষুদ্ধ ছিল। তাই অবতরণের সময় বাতাসের তীব্রতার কারণে বিমানটির চাকা কোনোভাবেই রানওয়ে ছুঁতে না পেরে ফের আকাশেই উড়ে যায়।

ওই সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, রানওয়েতে অবতরণের সময় বিমানের ডান দিকের পাখা বিপজ্জনকভাবে উপরে ওঠে গেছে। এর ফলে বিমানটি অপর পাশ নাটকীয়ভাবে রানওয়ের দিকে ঝুঁকে গেছে।

এর পর পাইলট অবতরণের চেষ্টা না করে ফের আকাশে উড়ে যায়। অবশ্য দ্বিতীয়বারের চেষ্টায় সফলভাবেই বিমানটিকে অবতরণ করানো সম্ভব হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :