ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি : তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রতীক বরাদ্ধে মানুষের ঢল নেমেছে।
আজ শুক্রবার সকাল থেকে প্রতিক বরাদ্ধের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে প্রচারনা শুরু হয়েছে। প্রার্থীরা প্রতিক পাওয়ার পর দুপুর দুইটা থেকে মাইকিংসহ অন্যান প্রচারনা শুরু করেছেন। প্রতিটি ইউনিয়নেই নির্বাচনী আমেজ শুরু হয়েছে। প্রচারনা চলবে ২৬ নভেম্বার রাত পর্যন্ত।
এতে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন, সাধারন সদস্য পদে ৫০০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭২ জনকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ১২ জন, স্বতন্ত্র প্রার্থী ৪৬ জন। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী ৬ জন ও জাতীয় পার্টির প্রার্থী ১ জন রয়েছেন।