নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বানিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টপ থাই ব্র্যান্ডস ২০২৩ মেলা যা থাইল্যান্ড সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি) এর উদ্যোগের ফসল।
থাইল্যান্ড ট্রেড ফেয়ার, দীর্ঘদিন পূর্বে যা ছিল থাইল্যান্ডের বানিজ্য মন্ত্রনালয়ের একটি প্রয়াস তা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হিসাবে বিবেচিত হয়। বাংলাদেশ থেকে অনেকেই এই মেলার মাধ্যমে থাইল্যান্ড হতে তাদের ব্যবসা খুজে নিতে সমর্থ হয় এবং তারা সুনামের সাথে এখনো ব্যবসা করে যাচ্ছেন।
টপ থাই ব্র্যান্ডস ২০২৩ এর আগামী সংস্করণ ২-৫ মার্চ ঢাকাস্থ যমুনা ফিউচার পার্ক এর সেন্টার কোর্টে প্রতিদিন সকাল ১১ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে।এই মেলায় ৫০ টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পন্যর আমদানিকারক প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহন করবেন এবং তাদের পন্য সমুহের সমাহার সবার জন্য প্রদর্শন করবেন।
মেলায় স্বাস্থ্য পরিষেবা, কৃষি যন্ত্রপাতি, লুব্রিকেন্ট, নির্মাণ সামগ্রী, এয়ারলাইন্স, স্টেশনারি, গৃহস্থালি ও আসবাবপত্র, খাদ্য, গয়না, শিশু পণ্যনানা ধরনের বিশ্বমানের থাই পন্য প্রদর্শিত হবে। পাশাপাশি থাই শেফ দ্বারা বিভিন্ন রান্নার কলাকৌশল সরাসরি দেখা, থাই সংস্কৃতির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্য উপভোগ এবং ব্যাবসায়িক মিটিং এর সুযোগ থাকছে। আরও থাকছে র্যাফেল ড্র তে ঢাকা ব্যাংকক ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।
মেলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে খেমাতাত আরচাওাথাম্রং, মিনিস্টার কাউন্সেলর, অফিস অফ কমারশিয়াল এফেয়ারস, রয়েল থাই এম্বাসি, ঢাকা।
আগামী ২ মার্চ বেলা ২ ঘটিকায় যমুনা ফিউচার পার্ক এর সেন্টার কোর্টে মেলার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাস্ট্রদূত মাকাওায়াদে সুমিতমোর।