সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজের কাছে র্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে।
মঙ্গলবার ভোরে রেমাক্রিতে অভিযান শুরু করলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলি মধ্যে বিনিময়ের ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।